ঢাকায় দুই হাজার টেলিফোন বিকল 

ভূগর্ভস্থ কেবল কাটা পড়ায় উত্তর শাহজাহানপুর, শহীদবাগ, মালিবাগ ও কমলাপুর এলাকার ৯০০ এবং নন্দীপাড়া, মাদারটেক ও গোড়ান এলাকার প্রায় এক হাজার ২০০ টেলিফোন বিকল হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2016, 10:32 AM
Updated : 29 June 2016, 10:32 AM
বুধবার টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড(বিটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মগবাজার-খিলগাঁও ফ্লাইওভার নির্মাণ কাজের সময় গত ১০ জুন মালিবাগ-রাজারবাগ-কমলাপুর রুটে তিনটি ভূগর্ভস্থ প্রাইমারি কেবল (মোট ৩,৫০০ জোড়া) কাটা পড়ে। এর ফলে উত্তর শাহজাহানপুর, শহীদবাগ, মালিবাগ ও কমলাপুর এলাকার প্রায় ৯০০ টেলিফোন বিকল হয়।

এছাড়া ওয়াসার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন কাজের সময় গত ২৩ জুন গোড়ান-মাদারটেক রুটে ২টি ভূ-গর্ভস্থ প্রাইমারি কেবল (মোট ৩০০০ জোড়া) কাটা পড়ায় নন্দীপাড়া, মাদারটেক ও গোড়ান এলাকার প্রায় এক হাজার ২০০ টেলিফোন বিকল হয়ে যায়।

জরুরিভিত্তিতে ক্ষতিগ্রস্ত কেবল মেরামতের কাজ হাতে নেয়া হয়েছে এবং আগামী ৫-৬ দিনের মধ্যে টেলিফোনগুলো সচল করা সম্ভব হবে বলেও জানায় বিটিসিএল।