চট্টগ্রামের ৪ জনসহ পুলিশের ১৩ কর্মকর্তা নতুন কর্মস্থলে

অতিরিক্ত পুলিশ কমিশনার ও পুলিশ সুপার পদ মর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে, এদের মধ্যে চট্টগ্রামেরই রয়েছেন চারজন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2016, 01:04 PM
Updated : 28 June 2016, 05:19 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হলেও পুলিশ সদর দপ্তর থেকে তা মঙ্গলবার জানানো হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মাইনুল হাসানকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার সঞ্জয় কুমার কুণ্ডুকে ঢাকায় বদলি করে টুরিস্ট পুলিশের সুপার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের আরেক উপ-কমিশনার মো. কামরুল আমীনকে বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার করে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশে কর্মরত উপ-কমিশনার মো. মোকতার হোসেনকে ভোলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী চট্টগ্রামে খুন হওয়ার পর তুমুল আলোচনার মধ্যে পুলিশে এই পরিবর্তন এল।

এই পরিবর্তনে চট্টগ্রামে যাচ্ছেন পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতি পাওয়া এম এ মাসুদ। তাকে রেঞ্জ রিজার্ভ পুলিশের (আরআরএফ) চট্টগ্রাম কমাডেন্ট করা হয়েছে।

মো. মোখলেছুর রহমান, মো. মারুফ হোসেন ও এসএম মোস্তাইন হোসেনকে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার করে পাঠানো হয়েছে।

এই সঙ্গে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার দেবদাস ভট্টাচার্য্যকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। গত ২৩ মার্চ ওই আদেশ হয়েছিল।

রাজশাহীর সারদার পুলিশ সুপার সারোয়ার মোর্শেদ শামীমকে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

আবু হেনা খন্দকার অহিদুল করিমকে খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকা টুরিস্ট পুলিশের কর্মরত পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদারকে ঢাকায় পিআইবির পুলিশ সুপার, খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার হিসেবে চলতি দায়িত্বে থাকা মো. আবুল বাশার তালুকদারকে ঢাকা রেঞ্জের ডিআইজি অফিসে পুলিশ সুপার (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়।

ঢাকা শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আবুল খায়েরকে রাজশাহীর সারদার পুলিশ সুপার করা হয়েছে।

জারি করা এই আদেশ আগামী ১০ জুলাই থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।