ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযানের নির্দেশ মন্ত্রীর

সড়ক-মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) সারা দেশে অভিযান চালাতে বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2016, 07:23 AM
Updated : 5 May 2016, 07:49 AM

বৃহস্পতিবার ঢাকা-মাওয়া মহাসড়কে অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ-এর অভিযানের সময় তিনি এ নির্দেশনা দেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা-মাওয়া সড়কের অভিযানের সময় বিভিন্ন পয়েন্ট থেকে বেশ কিছু ব্যাটারিচালিত রিকশা আটক এবং ব্যাটারি জব্দ করা হয়।

মন্ত্রী বলেন, “সড়ক-মহাসড়কে ব্যাপক হারে অননুমোদিত এবং নন-মোটরাইজ্ড যানবাহন চলাচল করছে। সর্বাত্মক অভিযানের মধ্য দিয়ে এসব যানবাহনের চলাচল বন্ধ করতে হবে।”

সেজন্য বিআরটিএকে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করতে বলেন তিনি।

মন্ত্রী বলেন, “ব্যাটারিচালিত রিকশা একদিকে সড়ক-মহাসড়কে দুর্ঘটনার কারণ হচ্ছে, অন্যদিকে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুতের অপচয় ঘটাচ্ছে।”

মহাসড়কে ইজিবাইক, নছিমন, করিমন, ভটভটিসহ অন্যান্য অননুমোদিত যানবাহন বন্ধে হাই কোর্টের নির্দেশনা এবং এ বিষয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সিদ্ধান্তের কথাও তিনি তুলে ধরেন।

বিআরটিএ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অভিযানের সময় উপস্থিত ছিলেন।