সত্যের বিজয়, শেষ হল একটি অধ্যায়: তুরিন

একাত্তরে বুদ্ধিজীবী হত্যায় নেতৃত্বদাতা আল-বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজে সত্যের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2016, 06:44 AM
Updated : 5 May 2016, 06:56 AM

এর মধ্য দিয়ে বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারে ‘একটি অধ্যায়ের’ শেষ হয়েছে বলেও মনে করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই প্রসিকিউটর।

সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার নিজামীর রিভিউ আবেদন খারিজ করার পর তুরিন আফরোজ সাংবাদিকদের বলেন, “আজকে যে মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হল তার মাধ্যমে বাংলাদেশে একাত্তরে যুদ্ধাপরাধের বিচারের যে প্রক্রিয়া তাতে একটি অধ্যায়ের শেষ হল।

“সেক্ষেত্রে আমি বলব- এতো বছর পার হলেও আমরা রায়টা পেয়েছি।... আল বদর নেতার ফাঁসি বহাল থাকল, সেটি সত্যের বিজয়।”

প্রসিকিউটর তুরিন বলেন, “নিজামী সাহেব এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আল বদরের নেতা, যারা জাতিকে মেধাশূন্য করার জন্য যে পরিকল্পনা ও জঘন্য অপরাধ সংঘটিত হয়েছিল; বলা যায় তিনি সেটার মাস্টারমাইন্ড ছিলেন।

“আজকে জাতি তার মেধা মনন নিয়ে এই অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেছে।”

রায় কার্যকর নিয়ে তিনি বলেন, “প্রকাশ্য আদালতে ঘোষণা করা হয়েছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে, কখন রায়টি প্রকাশিত হয়। এরপর তিনি সময় পাবেন সিদ্ধান্ত নেওয়ার প্রাণভিক্ষা চাইবেন কি চাইবেন না।”

“এখন সময়ের ব্যাপার কখন এই রায় বাস্তবায়নের দিকে যাবে। কখন ফাঁসি কার্যকর হয় তার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকব।”

যুদ্ধারপরাধের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে মন্তব্য করে তিনি বলেন, “এটা হচ্ছে, সত্যের বিজয়।”