সম্মেলন আয়োজনে বাংলাদেশ-আইপিইউ এমওইউ স্বাক্ষর

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন আয়োজন নিয়ে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2016, 09:25 AM
Updated : 30 April 2016, 09:51 AM

আগামী বছরের মার্চে বিশ্বের সবচেয়ে বড় এই পার্লামেন্টোরি ফোরামের সম্মেলন ঢাকায় হবে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চ কক্ষ হাউজ অব অব অব লর্ডসে বাংলাদেশের পক্ষে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং আইপিইউ মহাসচিব মার্টিন চুংগুং এমওইউ স্বাক্ষর করেন।

আইপিইউ সম্মেলনে বিশ্বের ১৬৮টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য ও কর্মকর্তারা অংশ নেবেন। দুই হাজারেরও বেশি বিদেশি প্রতিনিধি এতে অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ ১৯৭২ সালে আইপিইউ’র সদস্য পদ লাভ করেছে। আওয়ামী লীগের সদস্য সাবের হোসেন চৌধুরী আইপিইউ’র বর্তমান প্রেসিডেন্ট।