দুই অধিদপ্তরে নতুন মহাপরিচালক

ভূমি রেকর্ড ও জরিপ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2016, 04:03 PM
Updated : 9 Feb 2016, 04:03 PM
এছাড়া বাংলাদেশ তাঁত বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব শেখ আব্দুল আহাদকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।

এই অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা আব্দুল জলিলকে গত ১১ জানুয়ারি ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করে সরকার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট-২ ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের প্রকল্প পরিচালক বনমালী ভৌমিক।

আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক জসীম উদ্দিন আহমেদকে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার সুবিধার্থে গত ৪ ফেব্রুয়ারি তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. এরশাদ হোসেনকে ওএসডি করা হয়।

ওএসডি অতিরিক্ত সচিব মো. রকিব হোসেনকে বিদ্যুৎ বিভাগে পদায়ন করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।