বাবা হওয়ায় ভুটানের রাজাকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নতুন রাজকুমার পাওয়ায় ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2016, 11:28 AM
Updated : 6 Feb 2016, 11:28 AM

বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে ভুটানের রাজাকে তার প্রথম পুত্র সন্তানের জন্য অভিনন্দন জানিয়ে শনিবার বার্তা পাঠান তিনি।

অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেছেন, “ভুটানের রাজপরিবারের প্রথম সন্তান জন্মের সংবাদ জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের সরকার, জনগণ এবং নিজের পক্ষ থেকে আপনাকে এবং রাণী জেটসান পেমাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং অভিভাবক হিসাবে আপনাদের মঙ্গল কামনা করছি।”

নবজাতক এবং মায়ের সুস্থতা কামনা করে শেখ হাসিনা তার অভিনন্দন বার্তায় বলেছেন, ভুটানের জনগণের সঙ্গে আমরাও এই ঐতিহাসিক ঘটনার সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত।

রাজকুমার ও রানিকে নিয়ে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও ভুটানের রাজাকে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

রাজা জিগমে খেসার ২০১৩ সালে সাধারণ ঘরের মেয়ে জেটসানকে বিয়ে করেন। গত ৫ ফেব্রুয়ারি তাদের প্রথম সন্তান জন্ম নিল।