ঢাকায় পথশিশুদের নিয়ে অনুষ্ঠান

বিশ্ব শিশু দিবস উপলক্ষে ঢাকায় পথশিশুদের নিয়ে অনুষ্ঠান করে জাগো ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংগঠন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2015, 08:56 PM
Updated : 28 Nov 2015, 08:56 PM

‘সবার জন্য শিক্ষা’ স্লোগান নিয়ে শনিবার রাজধানীতে বনানীর সোসাইটি মাঠে এই অনুষ্ঠানে প্রায় চারশ পথশিশু অংশ নেয়।

অনুষ্ঠানে শিশুদের জন্য নাগরদোলায় চড়া, পুতুলনাচ, চরকি, বায়োস্কোপ, কার্টুন দেখা এবং নাচ-গানের আয়োজন করা হয়।

এছাড়া স্বাস্থ্য সেবা ও চিত্রাঙ্কনেরও আয়োজন করা হয় পথশিশুদের জন্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন। পথশিশুদের জন্য এই আয়োজনে সন্তোষ প্রকাশ করে জাগো ফাউন্ডেশনের প্রশংসা করেন তিনি।

২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস ঘিরে আগে-পরে চলছে নানা আয়োজন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ নভেম্বর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দিবসটি উপলক্ষে এবছর ঢাকাসহ দেশের ৩২টি জেলায় দরিদ্র শিশুদের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করে জাগো ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান করভী রাখসান্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানসম্মত শিক্ষা ও শিশুদের অধিকার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।”

তিনি বলেন, ২০০৭ সালে প্রতিষ্ঠার দুই বছর পর থেকে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে জাগো ফাউন্ডেশন।