রংপুরে মধ্যরাতে বাসডাকাতি, আটক ২

রংপুর শহরে মধ্যরাতে দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে হানা দিয়ে আরোহীদের মারধর করে মালামাল লুট করেছে ডাকাতরা। ডাকাতদের মারধরে আহত হয়েছেন বাসচালক ও হেলপারসহ পাঁচজন।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2015, 03:51 AM
Updated : 14 Oct 2015, 03:51 AM

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঘাঘটপাড়া এলাকায় শুটকির মোড়ে রংপুর-দিনাজপুর মহাসড়কে বাসে ডাকাতির ঘটনা ঘটে বলে র‌্যাব-১৩ রংপুরের কোম্পানি কমান্ডার মেজর আশরাফ আলী জানান। 

মালামাল নিয়ে পালানোর সময় দুই ডাকাতকে আটক করা হয়েছে বলে জানান তিনি। এরা হলেন- আব্দুল মজিদ (২০) ও সিজু মিয়া(১৯)।    

মেজর আশরাফ জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী রোমার পরিবহনের বাসটি ডাকাতের কবলে পড়ে।

“ডাকাতরা ঢিল ছুঁড়ে বাসটি থামাতে বাধ্য করে। পরে ৭-৮ জন্য সশস্ত্র ডাকাত বাসে উঠে চালকসহ আরোহীদের মারপিট করে মালামাল ছিনিয়ে নেয়।

“এ সময় র‌্যাবের একটি টহলদল ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাতরা বাস থেকে নেমে পালানোর সময় দুইজনকে আটক করা হয়।”  

আহতদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সব আরোহীকে ওই বাসে করেই গন্তব্যে পাঠানো হয়।

ডাকাতদলের অন্য সদস্যদেরও আটকের চেষ্টা হচ্ছে বলে জানান মেজর আশরাফ।