রূপগঞ্জে উদ্ধার অচেতন যুবককে বাঁচানো গেল না

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা এক যুবক হাসপাতালে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2015, 12:42 PM
Updated : 10 Oct 2015, 12:42 PM

পুলিশের ধারণা, আবদুল খালেক (২৮) নামে ওই যুবককে চেতনানাশক দেওয়া হয়েছিল।    

তার পরনে ছিল খাকি রংয়ের প্যান্ট ও হালকা নীল রংয়ের শার্ট।

শনিবার ভোরে রূপগঞ্জের রুপসী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশ থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় খালেকের মৃত্যু হয় বলে জানান রূপগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে রূপসী বাসস্ট্যান্ডে ওই যুবককে সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে ওই যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।”

“হাসপাতালের আইসিইউতে নেওয়ার আগেও ওই যুবকের শ্বাস-প্রশ্বাস চলছিল, মুখ দিয়ে লালা ঝড়ছিল। কোন কথা বলতে পারছিল না।”

এসআই জয়নাল বলেন, ওই যুবকের পকেটে থাকা সিগারেটের প্যাকেটে মাসুম নামের এক যুবকের মোবাইল নম্বর ছিল। মাসুমের সঙ্গে যোগাযোগ রেখে ওই যুবকের পরিবারের সদস্যদের খুঁজে বের করার চেষ্টা হচ্ছে।

খালেক ‘অজ্ঞান পার্টির’ কবলে পড়ে থাকতে পারেন বলে তার সন্দেহ।