পটুয়াখালীতে ‘পাচারকালে’ ত্রাণের চাল জব্দ

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ত্রাণের ২৫ টন চাল উদ্ধার করা হয়েছে, যেগুলো পাচার করা হচ্ছিল বলে দাবি উপজেলা প্রশাসনের।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2015, 01:10 PM
Updated : 7 Oct 2015, 01:10 PM

বুধবার হাজিরহাট সংলগ্ন খালে এ অভিযান চালানো হয় বলে জানান দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহারুল ইসলাম।

এদিকে চাল জব্দ হওয়ার খবর পেয়ে চর হোসনাবাদ এলাকার মো. লাল মিয়া সিকদার (৪৫) নামের এক ব্যবসায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে পুলিশ জানিয়েছে।

ইউএনও আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে হাজিরহাট বাজার সংলগ্ন খালে একটি ট্রলার থেকে ছয়শ বস্তা (২৫ টন) চাল উদ্ধার করে তা জব্দ করা হয়।

“সরকারি খাদ্য গুদাম থেকে লাল মিয়া সিকদার নামের এক ব্যবসায়ী ওই চাল ছাড় করে চোরইপথে বিক্রির উদ্দেশ্যে পাচার করছিলেন।”

ট্রলারের চালক কোনো কাগজপত্র দেখাতে না পারায় চালগুলো জব্দ করা হয় বলে জানান ইউএনও।

তিনি বলেন, “জব্দ করা চাল উপজেলার বাঁশবাড়িয়া, বহরমপুর ও বেতাগী সানকিপুর ইউনিয়নের জন্য বরাদ্দ সরকারি ত্রাণের চাল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইউএনও।

দশমিনা থানার ওসি মো. শাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাল জব্দ করার সংবাদ পেয়ে ‘পাচারকারী’ মো. লাল মিয়া সিকদার (৪৫) তার বাড়িতে ‘হৃদরোগে’ আক্রান্ত হন।

পরে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।