কুষ্টিয়ার যুবলীগ নেতাকে গুলি

কুষ্টিয়া জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানকে গুলি করেছে দুর্বৃত্তরা। হামলাকারীদের পালিয়ে যাওয়ার সময় বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক নৈশপ্রহরীও।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 07:40 PM
Updated : 5 Oct 2015, 07:40 PM

সোমবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের পেয়ারাতলা ও কালিশংকরপুর এলাকায় গুলিবিদ্ধ দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে হাবিবের রাজনৈতিক সহকর্মীরা।

কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর সবকিছু জানা সম্ভব হবে।”

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত সাড়ে ৯টার দিকে হাবিবুর পেয়ারাতলার বাসভবনের অদূরে শ্বশুর বাড়ি যাওয়ার পথে দুটি মোটর সাইকেলে করে কয়েকজন এসে তাকে গুলি করে।

বাম হাতে গুলি লাগে হাবিবুরের। সঙ্গে থাকা দলীয় সহকর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করে।

দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যাওয়ার সময় বাধা দিতে গেলে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার মার্কাস মসজিদের কাছে নৈশপ্রহরী আসাদুল ইসলাম (৪২) গুলিবিদ্ধ হন বলে স্থানীয়রা জানায়।

শরীরের পিছনের দিকে নিচে ও ডানহাতে গুলি লেগেছে আসাদুলের।

তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাবুপাড়া গ্রামের মৃত আব্দুল ড্রাইভারের ছেলে।