সিদ্ধান্ত হয়েছে, জানাবে এনবিআর: মন্ত্রিপরিষদ সচিব

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবির বিষয়ে একটি ‘সিদ্ধান্ত হয়েছে’ বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2015, 08:51 AM
Updated : 14 Sept 2015, 11:49 AM

তবে সেটি ‘মন্ত্রিসভার বিষয় নয়’ জানিয়ে তিনি বলেছেন, অর্থ মন্ত্রণালয় বা জাতীয় রাজস্ব বোর্ড এ বিষয়ে ঘোষণা দেবে।

ভ্যাট প্রত্যাহারের দাবিতে ঢাকার কয়েকটি স্থানে শিক্ষার্থীদের অবরোধ ও জনভোগান্তির মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে ওই কর তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সংবাদ আসে। মন্ত্রিসভায় ওই সিদ্ধান্ত হয়েছে বলেও এসব প্রতিবেদনে বলা হয়। 

ওই খবরে উল্লাস প্রকাশ করে অবরোধ তুলে ক্যাম্পাসে ফিরে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর সরকারের ঘোষণার অপেক্ষা।

মন্ত্রিসভা ও প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকের পর বেলা আড়াইটায় সাংবাদিকদের সামনে আসেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

তিনি বলেন, “এটা কেবিনেটের বিষয় নয়। কেবিনেটে কোনো আলোচনা হয়নি।

“তবে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছেন, কথা বলেছেন। মানে, সিদ্ধান্ত হয়েছে।”

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আউটকাম আপনারা শিগগিরই জানতে পারবেন। অর্থমন্ত্রণালয় বা এনবিআরের পক্ষ থেকে সেটা আপনাদের জানানো হবে।”

বিভিন্ন টেলিভিশনের খবরে মন্ত্রিসভার বৈঠকেই ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত হওয়ার কথা বলা হয়েছে, যা প্রধানমন্ত্রীর নজরে এসেছে বলে মোশাররাফ হোসাইন ভূইঞা জানান।

তিনি আবারও বলেন, “এটা কেবিনেটের সিদ্ধান্তের বিষয় নয়।”

এদিকে অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, নিকারের বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেলা আড়াইটার দিকে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানকে সঙ্গে নিয়ে নিজের দপ্তরে যান। সেখানে দুজনের মধ্যে আলোচনা হয়।

অর্থমন্ত্রীর নির্দেশনা নিয়ে চেয়রম্যান এনবিআরে গিয়ে এ বিষয়ে ব্রিফ করতে পারেন বলে ধারণা করছেন ওই কর্মকর্তারা।