টুঙ্গিপাড়ায় লতিফ সিদ্দিকী, বললেন উপনির্বাচনে নয়

জাতীয় সংসদ থেকে পদত্যাগী আব্দুল লতিফ সিদ্দিকী টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2015, 03:03 PM
Updated : 4 Sept 2015, 03:03 PM

শুক্রবার বিকালে শ্রদ্ধা নিবেদনের পর তিনি স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ওই সময় ছেড়ে দেওয়া টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে তিনি অংশ নেবেন না বলে জানিয়েছেন।

লতিফ বলেন, “বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে কাজ করব।

“আগামীতে এলাকার মানুষের নেতা হয়ে বঙ্গবন্ধু কন্যার হৃদয় স্পর্শ করতে পারলে এবং তিনি ডাকলে আবার ফিরে আসব।”

এর আগে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে টাঙ্গাইলের কালিহাতি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর তিনি পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। 

এ সময় আব্দুল মজিদ তোতা, ঝিল্টু সিদ্দিকী, আলী   জিন্না মিয়া,  আনোয়ার হোসেন মোল্লা, রনজিৎ সূত্রধরসহ কালিহাতি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।