গাইবান্ধায় বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 10:21 AM
Updated : 3 Sept 2015, 10:21 AM

বৃহস্পতিবার উপজেলার রামদেব ভাটারপাড়া এলাকায় সুন্দরগঞ্জ-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাহিদ আরিফ জানান।

নিহত তরি আক্তার (১৪) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব কালিতলা গ্রামের আব্দুল খালেকের মেয়ে। সুন্দরগঞ্জের জামালহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল সে।

আহত তরির সহপাঠী শিখা আক্তার ও মোটরসাইকেল চালক আসাদুজ্জামানকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকার জানান, তরি ও শিখা প্রতিবেশী আসাদুজ্জামানের সঙ্গে মোটরসাইকেলে করে উপবৃত্তির টাকা তোলার জন্য স্কুলে যাচ্ছিল। পথে রংপুর থেকে ছেড়ে আসা সুন্দরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কের ওপর ছিটকে পড়ে।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তরির।

দুর্ঘটনার পর চালকসহ বাসটি আটক করা হয়েছে বলে জানান এসআই।