বেনাপোলে বিজিবি-চোরাচালানি সংঘর্ষে আহত ৪

বেনাপোলে চোরাচালান পণ্য আটককে কেন্দ্র করে বিজিবি ও চোরাকারবারিদে সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ চারজন আহত হয়েছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 12:20 PM
Updated : 2 Sept 2015, 01:08 PM

বুধবার দুপুরে বেনাপোল রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে বলে বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান।

বিজিবির নায়েক নাইমুর রহমানসহ আহতদের স্থানীয় বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহতরা চোরা কারবারের সঙ্গে জড়িত নয়।চোরাকারবারিদের ধরতে না পেরে বিজিবি তাদের উপর এই হামলা চালিয়েছে বলে দাবি বেনাপোল পৌর কাউন্সিলর জ্যোৎস্না বেগমের।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল সদর ক্যাম্পের সুবেদার গিয়াস উদ্দিন জানান, ভারত থেকে পটকাবাজির একটি চালান কমিউটার ট্রেনে করে দেশে আনা হচ্ছে- এমন খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় ছয় কার্টন বাজি আটক করলে চোরাকারবারিরা বিজিবির উপর হামলা চালায়।

“লাঠি ও পাথর ছুড়ে বিজিবির কাছ থেকে আটক বাজি ছিনিয়ে নিয়ে যায় তারা।”

উপ-পরিদর্শক হাবিবুর রহমান বলেন, বিজিবির উপর হামলার খবর পেয়ে পুলিশ ও অতিরিক্ত বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জ্যোৎসা বেগম বলেন, বিজিবি চোরাকারবারিদের আটক করতে না পেরে স্থানীয়দের উপর হামলা চালিয়েছে। এতে ৪/৫ জন আহত হয়েছে।