ভোগান্তির বৃষ্টি কমতে পারে বৃহস্পতিবার

মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে চলমান ভারী ও মাঝারি বর্ষণ বৃহস্পতিবার বিকাল থেকে কমে আসতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 08:19 AM
Updated : 2 Sept 2015, 08:19 AM

অধিদপ্তরের কর্তব্যরত পূর্বাভাস কর্মকর্তা আরিফ হোসেন বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবারের পর থেকে আবহাওয়া ও বৃষ্টি স্বাভাবিক হয়ে আসবে বলে তারা আশা করছেন।

“গত কয়েকদিন ধরে দেশের বেশিরভাগ এলাকায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হচ্ছে। বুধবারও এই ধারা অব্যাহত থাকবে। তবে বৃহস্পতিবার থেকে কমে আসবে।”

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকাল থেকে ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

উত্তাল সাগরে ঝড়ো হাওয়ার শঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে অধিদপ্তর।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আগেরদিন বেলা ১২টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত হয়েছে ৬৪ মিলিমিটার বৃষ্টি। ওই সময়ে কক্সবাজারে দেশের সর্বোচ্চ ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এদিকে টানা দুই দিনের বৃষ্টিতে ঢাকায় তীব্র জলজট ও যানজটে নাগরিক ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

মঙ্গলবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর বেলা সোয়া ১১টার দিকে মুষলধারে বর্ষণ শুরু হয়। এতে ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে তা অলিগলিতে  ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

বুধবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ও সড়কে জমে থাকা পানিতে নগরবাসীর সেই দুর্ভোগ এখনও চলছে।