বাংলাদেশিদের জন্য ফের ওমরাহ ভিসা চালু করছে সৌদি

ঢাকার অনুরোধে সাড়া দিয়ে আসন্ন হজ মৌসুমের পর ফের বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা চালু করবে সৌদি আরব।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2015, 02:35 PM
Updated : 4 August 2015, 02:47 PM

সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজার বিন ওবাইদ মাদানি সোমবার জেদ্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত জানিয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বাংলাদেশি পুণ্যার্থীদের জন্য ওমরাহ ভিসা চালু করতে শাহরিয়ার আলম তাকে অনুরোধ করেন বলে এতে বলা হয়।

ওমরাহ ভিসায় গিয়ে ধর্মীয় আচারাদি পালনের পর অনেকের দেশে না ফেরার খবরের প্রেক্ষাপটে গত বছর হজের পর থেকে বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ রেখেছে সৌদি আরব।

বৈঠকে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে পরামর্শ সংক্রান্ত সমঝোতা স্মারক সইয়ের জন্য সৌদি আরব প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তিন দিনের সফরে রোববার জেদ্দা পৌঁছান শাহরিয়ার আলম।

সৌদি আরবে বিভিন্ন অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে আরও বাংলাদেশি কর্মী ও পেশাজীবীদের নিয়োগ দিতে অনুরোধ জানান তিনি।

দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশা প্রকাশ করেন দুই দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ তৈরি পোশাক, ওষুধ, পাট ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক ও সিরামিকের পণ্যের মতো বিভিন্ন ক্ষেত্রে উচ্চ গুণগত মানসম্পন্ন আন্তর্জাতিক মানের পণ্য সৌদি আরবে সরবরাহ করতে পারে।