এমএ ওয়াদুদের জন্মদিন পালিত

ভাষাসৈনিক এমএ ওয়াদুদের ৯০তম জন্মবার্ষিকী পালন করেছে তার পরিবারের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2015, 08:03 PM
Updated : 1 August 2015, 08:03 PM

আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য ওয়াদুদ অগাস্টের এই দিনে চাঁদপুরের রাড়িরচর গ্রামে জন্মগ্রহণ করেন।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু এমএ ওয়াদুদ গণতান্ত্রিক যুবলীগ, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ও কেন্দ্রীয় কঁচিকাঁচার মেলারও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

১৯৫৩-৫৪ মেয়াদে তিনি ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্য ১৯৪৮ ও ১৯৫২ সালে তাকে কারাবরণ করতে হয়েছিল। একই কারণে বঙ্গবন্ধুর পাশাপাশি তাকেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

১৯৮৩ সালের ২৮ অগাস্ট তিনি মারা যান।

তার মেয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।