স্কেল বাড়ানোর দাবি প্রাথমিকের প্রধান শিক্ষকদের

সপ্তম বেতন কাঠামো অনুযায়ী প্রবেশ পদে আট হাজার টাকা বেতন স্কেল নির্ধারণের দাবি জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2015, 12:31 PM
Updated : 31 July 2015, 12:35 PM

একই সঙ্গে সরকারি কর্ম কমিশনের অধীনে প্রধান শিক্ষকদের নিয়োগ এবং বিধিমালা প্রণয়ন করে পদোন্নতি দেওয়ারও দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি।

সমিতির আহ্বায়ক রিয়াজ পারভেজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শিক্ষকদের বিভিন্ন দাবি তুলে ধরে কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দিয়ে সরকার প্রশিক্ষণ প্রাপ্তদের ছয় হাজার ৪০০ টাকা এবং প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদেন পাঁচ হাজার ৯০০ টাকা স্কেল নির্ধারণ করে।

“অথচ দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা পাওয়া পুলিশের সাব ইন্সপেক্টর, নার্স, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের স্কেল আট হাজার টাকা দেওয়া হয়েছে।”

বেতন বৈষম্য দূর করার দাবি জানিয়ে রিয়াজ বলেন, “প্রধান শিক্ষকদের পদমর্যাদা উন্নীতের দেড় বছরেও তা বাস্তবায়ন না হওয়ায় আমরা চরম হতাশ। এতে শিক্ষা ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়ছে।”

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন বৈষম্য দূর করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শিক্ষকরা।

এসব দাবি বাস্তবায়নে আগামী ৬ অগাস্ট সব জেলায় একযোগে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক নেতা রিয়াজ।

এরপরও দাবি বাস্তবায়িত না হলে নিয়মতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুমিকও দেন তিনি।

সংগঠনের যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম, খায়রুল ইসলাম, আলাউদ্দিন মোল্লা, নূরে আলম সিদ্দিকী, মিজানুর রহমান, এস এম ছায়িদ উল্লা প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।