কসবায় ট্রেন লাইনচ্যুত, এক লাইনে চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে এক লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 09:35 AM
Updated : 30 July 2015, 09:42 AM
আখাউড়া রেলওয়ে থানার ওসি আবদুস ছাত্তার জানান, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে স্টেশনের একটি লাইনে চলাচল শুরু হয়। তবে মালবাহী ট্রেনটি উদ্ধার না হওয়ায় আরেকটি লাইন এখনও বন্ধ।

ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটি দুপুর ১টার দিকে কসবা রেলস্টেশনে পৌঁছানোর পর এর ইঞ্জিন লাইন ছেড়ে বেরিয়ে যায়। এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তবে এ দুর্ঘটনায় ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি বলে রেল পুলিশ কর্মকর্তা ছাত্তার জানান।

রেলওয়ের কুমিল্লা অঞ্চলের সহকারী প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান বলেন, ট্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে। শিগগিরই অন্য লাইনেও ট্রেন চালানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।