চট্টগ্রামে পাহাড় মালিককে ১০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ম্যানোলা পাহাড়ের মালিককে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2015, 02:30 PM
Updated : 29 July 2015, 02:30 PM

বুধবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর পরিচালক আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে একটি দল নগরীর এম এম আলী রোডে অবস্থিত পাহাড়টির মালিককে এ জরিমানা করেন।

অনুমোদন ছাড়া পাহাড় কেটে দোকান তৈরি করার অপরাধে এ জরিমানা করা হয় বলে জানান আজাদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অভিযানের সময় পাহাড় মালিককে ক্ষতিগ্রস্ত শিল্পকলা একাডেমি সারিয়ে তোলা এবং পাহাড় ব্যবস্থাপনা কমিটির সুপারিশের আলোকে পাহাড় সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।”

গত ২৬ জুলাই অতি বৃষ্টির কারণে পাহাড়ের একাংশ ধসে শিল্পকলা একাডেমির একটি প্রশিক্ষণ কক্ষ ভেঙে পড়ে।