সচিব মিকাইল শিপারের চাকরির মেয়াদ বাড়ল

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারের চাকরির মেয়াদ দুই বছর বাড়িয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2015, 08:27 AM
Updated : 29 July 2015, 08:27 AM

প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে বুধবার তাকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করে।

আদেশে বলা হয়, আগামী ২ অগাস্ট বা যোগ দেওয়ার তারিখ থেকে শিপারকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে শ্রম মন্ত্রণালয়েই পদায়ন করা হল।

১৯৮২ বিশেষ ব্যাচের কর্মকর্তা শিপারের পিআরএলে যাওয়ার কথা ছিল আগামী ১ অগাস্ট।

সিলেটের মৌলভীবাজারে জন্ম নেওয়া শিপার এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব এবং সচিব পদমর্যাদার ৭১ জন কর্মকর্তা রয়েছেন।