ভবন মালিক পালিয়ে গেছেন। তিনি নিচতলাটিকে তেলের ড্রাম ও ক্যান রাখার গুদাম হিসেবে ব্যবহার করছিলেন।
Published : 13 Nov 2023, 02:01 PM
ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর হায়দ্রাবাদের একটি ভবনে আগুন লেগে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার একটি বহুতল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়, সেখানে রাসায়নিক পদার্থের কয়েকটি ড্রাম গুদামজাত করে রাখা হয়েছিল। আগুন সেখান থেকে ভবনটির অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে।
দমকল বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদিকদের জানান, ভবনটি থেকে ২০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে।
যারা হতাহত হয়েছেন তাদের অধিকাংশই প্রথম ও দ্বিতীয় তলার ভাড়াটে বাসিন্দা। তৃতীয় ও চতুর্থ তলার বাসিন্দারা অল্প জখম হলেও বেঁচে গেছেন।
ভবন মালিক পালিয়ে গেছেন। তিনি নিচতলাটিকে তেলের ড্রাম ও ক্যান রাখার গুদাম হিসেবে ব্যবহার করছিলেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
উদ্ধার অভিযানের সময় দমকল কর্মীরা আটকা পড়া এক শিশু ও নারীকে উদ্ধার করেন।
বার্তা সংস্থা এএনআইয়ের একটি ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা একটি অস্থায়ী সিঁড়ি ব্যবহার করে প্রথম তলার একটি জানালা দিয়ে ওই শিশু ও নারীকে বের করে নিয়ে আসছেন। এই ভিডিও ক্লিপে দমকল কমীদের জলকামান ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে দেখা গেছে।