পুলিশ বাড়ি ঘিরে রেখেছে। গ্রেপ্তার আসন্ন বলে জানিয়েছেন পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী।
পাঞ্জাব পুলিশ তার জামান পার্কের বাড়ি ঘিরে রেখেছে বলে এক টুইটে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
টুইটারে একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, আমি যখন জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছিলাম সে সময় আমার বাড়ির বাইরের দৃশ্য
পাকিস্তানের ইংরেজিভাষার সংবাদমাধ্যম ডন এর একজন প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং তিনি ইমরানের পোস্ট করা ভিডিওর সত্যতা নিশ্চিত করেছেন।
আরেক টুইট বার্তায় পিটিআই নেতা ফারুখ হাবিব দাবি করেছেন, পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নাকভি ‘বিদ্বেষ’ থেকে পিটিআই প্রধান ইমরান খানের জামান পার্কের বাড়িতে গত ১৪ মার্চের অভিযানের পুনরাবৃত্তি করতে চাইছেন।