রুশ কূটনীতিকদের দেশ ছাড়তে বলল নেদারল্যান্ডস

ডাচ সরকার বলেছে, তারা সেন্ট পিটার্সবার্গে তাদের কনস্যুলেট বন্ধ করবে। আর হেগে অবস্থিত রাশিয়ার দূতাবাসে রুশ কূটনীতিকের সংখ্যা কমাবে।

রয়টার্স
Published : 19 Feb 2023, 11:42 AM
Updated : 19 Feb 2023, 11:42 AM

নেদারল্যান্ডসে ‘গুপ্তচর’ আনার চেষ্টার অভিযোগে একাধিক রুশ কূটনীতিককে বহিস্কারাদেশ দিয়েছে ডাচ সরকার।

শনিবার ডাচ সরকার বলেছে, তারা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে তাদের কনস্যুলেট বন্ধ করবে। আর হেগে অবস্থিত রাশিয়ার দূতাবাসে রুশ কূটনীতিকের সংখ্যা কমাবে।

নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ওপকে হোয়েকস্ট্রা এক বিবৃতিতে বলেছেন, “রাশিয়া কূটনীতির আড়ালে গোপনে নেদারল্যান্ডসে গোয়েন্দা এজেন্টদের আনার চেষ্টা চালাচ্ছে। আমরা তা করতে দিতে পারি না; দেবও না।”

নেদারল্যান্ডস এই বিবৃতি দেওয়ার একই সময়ে রাশিয়া সেন্ট পিটার্সবার্গের কনস্যুলেট বা মস্কোর দূতাবাসে কাজ করবেন- এমন ডাচ কূটনীতিকদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ বলেছে, মস্কোয় পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, তারা ডাচ্‌ সরকারের পদক্ষেপের জবাব দেবে।

ডাচ্‌ সরকার বলছে, তারা হেগের রুশ দূতাবাসে কূটনীতিকদের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে এজন্য যাতে মস্কোর ডাচ্‌ দূতাবাসের কূটনীতিকের সংখ্যার সঙ্গে এর মিল থাকে।

“সুতরাং, কিছু কূটনীতিককে দুই সপ্তাহের মধ্যে নেদারল্যান্ডস ত্যাগ করতে হবে”, বলে এক বিবৃতিতে জানিয়েছে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ঠিক কতজনকে দেশ ছাড়তে হবে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেনি।

ডাচ্‌ সরকার আমস্টারডামে রাশিয়ার বাণিজ্য কার্যালয় আগামী মঙ্গলবারের মধ্যে বন্ধ করার নির্দেশও দিয়েছে।