বাখমুতের প্রধান সরবরাহ রুট নিয়ন্ত্রণে রাখার দাবি ইউক্রেইনের

ইউক্রেইনের বাখমুত নগরীর দখল নিতে রুশ বাহিনী ১০ মাস ধরে চেষ্টা করে এসেছে।

রয়টার্স
Published : 1 May 2023, 08:30 AM
Updated : 1 May 2023, 08:30 AM

বাখমুত নগরীর প্রধান সরবরাহ রুট ইউক্রেইনের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন সামরিক বাহিনীর মুখপাত্র।

বাখমুতের দখল নিতে রুশ বাহিনী ১০ মাস ধরে চেষ্টা করে এসেছে। এক সময় যে শহরটিতে ৭০ হাজার মানুষের বাস ছিল সেটি এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।  

পূর্ব ইউক্রেইনের অন্যান্য শহরে সহজে হামলা চালানোর পথ সুগম করতে বাখমুত দখলের দিকে নজর রাশিয়ার। কিন্তু বাখমুতকে রক্ষার অঙ্গীকার করেছে কিইভ।

ইউক্রেইনের সামরিক বাহিনীর মুখপাত্র শেরহি চেরেভাতি স্থানীয় একটি ওয়েবসাইটে বলেন, “কয়েক সপ্তাহ ধরে রুশরা ‘রোড অব লাইফ’ দখলে রাখার কথা বলে আসছিল। হ্যাঁ এটা শক্ত চ্যালেঞ্জের ছিল। কিন্তু প্রতিরক্ষা বাহিনী রাশিয়ানদের আমাদেরকে রসদ বিচ্ছিন্ন করে ফেলতে দেয়নি।”

বাখমুত এবং কাছের নগরী চাসিভ ইয়ারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে ‘রোড অব লাইফ’। দুই নগরীর মধ্যকার দূরত্ব মাত্র ১৭ কিলোমিটারের কিছু বেশি।

ইউক্রেইনের শীর্ষ সামরিক কমান্ড রোববার বলেছে, তাদের বাহিনী বাখমুত থেকে আভডিভিকা এবং মারিয়াঙ্কা হয়ে দোনেৎস্ক অঞ্চলের আরও দক্ষিণের সম্মুখসারির যুদ্ধক্ষেত্র বরাবর গতদিনে ৫৮ টি রুশ হামলা প্রতিহত করেছে।