সম্পর্ক জোড়া লাগার পর ইরানে সৌদির প্রথম রাষ্ট্রদূত

২০১৬ সালে তেহরানে সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল রিয়াদ।

নিউজ ডেস্ক
Published : 13 Feb 2024, 06:55 PM
Updated : 13 Feb 2024, 06:55 PM

কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর ইরানে নিযুক্ত সৌদি আরবের প্রথম রাষ্ট্রদূত তেহরানে পৌঁছেছেন।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন সৌদ আল-আনজি মঙ্গলবার তেহরান পৌঁছান। সৌদি আরব সরকার দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছে বলে আল-আনজি জানিয়েছেন। 

সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব নিজ দেশের শিয়া মতাবলম্বী প্রখ্যাত এক ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের ক্ষুব্ধ জনতা তেহরানের সৌদি দূতাবাসে হামলা চালিয়েছিল। এর জেরে ২০১৬ সালে তেহরানে সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল রিয়াদ।

সম্পর্ক ছিন্ন করার সাত বছর পর গত মার্চে চীনের উদ্যোগে রিয়াদ ও তেহরান কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে চুক্তি করে। তারপর থেকে দুই দেশের সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হতে শুরু করেছে। সংবাদসূত্র: রয়টার্স

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)