রাশিয়ায় ১৬৫ আরোহী নিয়ে মাঠের মধ্যে নামল উড়োজাহাজ

এ ঘটনায় কেউ হতাহত হননি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2024, 04:22 AM
Updated : 7 Feb 2024, 04:22 AM

রাশিয়ার উরাল এয়ারলাইন্সের একটি উড়োহাজাহাজ ১৬৫ আরোহী নিয়ে সাইবেরিয়ার নভোসিবের্স্ক অঞ্চলের একটি মাঠের মধ্যে জরুরি অবতরণ করেছে।

মঙ্গলবার উড়োজাহাজটি কৃষ্ণসাগরের তীরবর্তী অবকাশযাপন কেন্দ্র সোচি থেকে সাইবেরিয়ার ওমস্ক শহরে যাচ্ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট জরুরি অবতরণ করতে বাধ্য হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এ ঘটনায় কেউ হতাহত হননি। কর্তৃপক্ষ যে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যায়, নভোসিবের্স্ক অঞ্চলের একটি বনের পাশে খোলা জমিতে এয়ারবাসের এ৩২০ উড়োজাহাজটি দাঁড়িয়ে আছে। উড়োজাহাজটির এস্কেপ স্লাইড মেলে রাখা অবস্থায় চারপাশে দাঁড়িয়ে আছে লোকজন।

রাশিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থা রোসাভিয়েতসিয়া জানিয়েছে, নভোসিবের্স্ক অঞ্চলের কামেনকা গ্রামের কাছে উড়োজাহাজটি অবতরণ করে। উড়োজাহাজটিতে ১৫৯ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন। যাত্রীদের সবাইকে নিকটবর্তী গ্রামে নিয়ে রাখা হয়েছে।

এ ঘটনায় এয়ার ট্র্যাফিক সেইফটি রুলস ভাঙার বিষয়ে একটি তদন্ত শুরুর কথা জানিয়েছেন কর্মকর্তারা।

উড়াল এয়ারলাইন্স রাশিয়ার ইয়েকাতেরিনবার্গ শহরভিত্তিক একটি অভ্যন্তরীণ বিমান পরিবহন সংস্থা।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)