ইরানের দক্ষিণাঞ্চলে বন্যায় অন্তত ১৮ মৃত্যু

তুমুল বৃষ্টির পর দেখা দেওয়া এ হঠাৎ বন্যায় ৫৫ জনকে উদ্ধার করা গেলেও অনেকে এখনও নিখোঁজ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2022, 10:41 AM
Updated : 23 July 2022, 10:41 AM

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফার্সে তুমুল বৃষ্টির পর দেখা দেওয়া বন্যায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।

শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফার্সের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান খলির আবদুল্লাহি জানান, এস্থাবানের সুলতান শাহবাজ গ্রামের কাছে তুমুল বৃষ্টির পর রডবল বাঁধ থেকে পানি উপচে পড়ে।

হঠাৎ বন্যায় ১৫টি গাড়ি ডুবে গেছে; ৫৫ জনকে উদ্ধার করা হলেও অনেকে এখনও নিখোঁজ, বলেছেন তিনি।

এস্থাবান ফার্স প্রদেশের রাজধানী সিরাজের প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।