রাশিয়ার সমর্থনপুষ্ট স্বঘোষিত লুহানস্ক পিপলস রিপাবলিকের (এলপিআর) প্রসিকিউটর জেনারেল ও তার সহকারী তাদের কার্যালয়ে এক বোমার বিস্ফোরণে নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তা ও জরুরি পরিষেবাগুলো জানিয়েছে।
“প্রাথমিক তথ্য মতে, এলপিআরের প্রসিকিউটর জেনারেল সের্গেই গোরেনকো তার কার্যালয়ে বিস্ফোরণে পাওয়া আঘাতে মারা গেছেন,” জরুরি পরিষেবাগুলোর এক মুখপাত্র এমনটাই বলেছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
লুহানস্কের বিচ্ছিন্নতাবাদীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্নেলকে উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা তাস বিস্ফোরণে গোরেনকোর এক সহকারী মারা গেছে বলেও জানিয়েছে।
একটি বোমার কারণে ওই বিস্ফোরণটি হয়েছে বলে রুশ বার্তা সংস্থাগুলো ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে অভিযান শুরুর আগে রাশিয়া স্বঘোষিত দুই প্রজাতন্ত্র লুহানস্ক ও প্রতিবেশী দোনেৎস্কের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়।
ছয় মাসের বেশি সময় ধরে চলা অভিযানে এখনও পর্যন্ত রুশ বাহিনী ও তার মিত্ররা লুহানস্কেই সবচেয়ে বেশি সফলতা পেয়েছে। বিচ্ছিন্নতাবাদীরা যে অংশটুকু নিয়ে লুহানস্ক পিপলস রিপাবলিক গঠন করেছে, তার কোনো অংশেই কিইভবাহিনীর সেনা উপস্থিতি নেই।
সাম্প্রতিক সময়ে ইউক্রেইন রাশিয়া ও তাদের মিত্রদের কাছ থেকে উত্তরপূর্বাঞ্চলের বিশাল অংশ পুনরুদ্ধার শেষে লুহানস্ক পুনর্দখলে চেষ্টা শুরু করলেও এখন পর্যন্ত তাদের দৃশ্যমান কোনো সফলতা নেই।