ক্রাইমিয়ায় রাশিয়ার বিশাল যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেইনের

কৃষ্ণ সাগরে বিশালাকার একটি উভচর রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেইনের সশস্ত্র বাহিনী।

রয়টার্স
Published : 14 Feb 2024, 12:38 PM
Updated : 14 Feb 2024, 12:38 PM

রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রাইমিয়া উপদ্বীপে বিশালাকার একটি উভচর রুশ যুদ্ধজাহাজ সিজার কুনিকোভ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেইনের সশস্ত্র বাহিনী।

নৌবাহিনীর ড্রোনের আঘাতে জাহাজটি ডুবে যায়। বুধবার সকালে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানায় স্থানীয় স্যোশাল মিডিয়া। ইয়াল্টা শহরের দক্ষিণে এ ঘটনা ঘটে।

রাশিয়া এই জাহাজডুবির বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। তারা এর আগে কৃষ্ণসাগরে ৬ টি ড্রোন ধ্বংসের দাবি করেছিল। তবে ক্রেমলিন এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

ইউক্রেইন বারবারই অধিকৃত ক্রাইমিয়ায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরে হামলা চালিয়ে এসেছে। গতবছর স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, বেশির ভাগ বহরই উপদ্বীপটি ছেড়ে গেছে।

ইউক্রেইনের প্রধান গোয়েন্দা দপ্তর একটি ভিডিও পোস্ট করেছে। এতে কয়েকটি মাগুরা ভি৫ নৌ ড্রোন রুশ যুদ্ধজাহাজে আঘাত হানছে বলে জানানো হয়েছে।

ইউক্রেইনের সেনাবাহিনী টেলিগ্রামে এক বার্তায় বলেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা ইউনিটের সঙ্গে মিলে ইউক্রেইনের শসস্ত্র বাহিনী সিজার কুনিকোভ যুদ্ধজাহাজ ধ্বংস করেছে। হামলার সময় জাহাজটি আলুপকার কাছে ইউক্রেইনের জলসীমায় ছিল।”

কৃষ্ণ সাগরের রেসোর্ট শহর আলুপকা ক্রাইমিয়ার দক্ষিণপ্রান্তে ইয়াল্টার কাছেই অবস্থিত। রাশিয়া ২০১৪ সালে ইউক্রেইনের ক্রাইমিয়া উপদ্বীপ দখল করে নিয়েছিল।

ইউক্রেইনে রাশিয়ার পুরোদস্তুর যুদ্ধ আগামী সপ্তাহেই তিন বছরে পড়তে চলেছে। ইউক্রেইনের সশস্ত্র বাহিনীর প্রধান যুদ্ধে রণক্ষেত্রের পরিস্থিতি ‘অত্যন্ত কঠিন’ বলে স্বীকার করেছেন।

যুক্তরাষ্ট্র সামরিক সাহায্য পাঠাতে দেরি করায় রাজধানী কিইভের সেনারা কত দিন যুদ্ধে টিকে থাকতে পারবে তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।