বাখমুত থেকে ওয়াগনারের সেনা প্রত্যাহার শুরু: প্রিগোজিন

এই সেনা প্রত্যাহার ১ জুন পর্যন্ত চলবে, বলেছেন ওয়াগনার প্রতিষ্ঠাতা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2023, 11:42 AM
Updated : 25 May 2023, 11:42 AM

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ বাখমুত থেকে তাদের সদস্যদের প্রত্যাহার শুরু করেছে এবং তাদের অবস্থান নিয়মিত রুশ সেনাদলের কাছে হস্তান্তর করছে বলে জানিয়েছেন ওয়াগনারের প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোজিন।

বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিওতে তিনি এসব জানান।

“আমরা বাখমুত থেকে ইউনিট সরিয়ে নিচ্ছে। আজ, ২৫ মে সকাল ৫টা থেকে ১ জুন পর্যন্ত এই সেনা প্রত্যাহার প্রক্রিয়া চলবে। বেশিরভাগ ইউনিটই যুদ্ধক্ষেত্রের পেছনে ক্যাম্পে থাকবে্। আমরা আমাদের অবস্থানগুলো সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করছি,” বলেছেন প্রিগোজিন।

টেলিগ্রামে তার প্রেস সার্ভিস এ ভিডিওটি ছেড়েছে, এতে ওয়াগার প্রতিষ্ঠাতাকে যুদ্ধের পোশাকে যুদ্ধবিধ্বস্ত একটি আবাসিক ব্লকের পাশে দাঁড়িয়ে কথা বলতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রিগোজিন শনিবার তার বাহিনী বাখমুতের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেন।

দীর্ঘ, রক্তাক্ত এক লড়াইয়ের পর ওয়াগনার তার লক্ষ্য অর্জন করতে পেরেছে, বলেন তিনি।

রাশিয়ার ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তাদের নিয়মিত সমালোচনা করে আসা প্রিগোজিন বৃহস্পতিবারের ভিডিওতেও রুশ কর্মকর্তাদের খোঁচা দিতে ছাড়েননি। বলেছেন, নিয়মিত সেনারা যদি বাখমুতের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারে, তাহলে ওয়াগনার যুদ্ধবিধ্বস্ত শহরটিতে ফিরতে প্রস্তুত থাকবে।