ফ্লাইটে ওঠার আগে যাত্রীদের ওজন নিচ্ছে এয়ার নিউজিল্যান্ড

যাত্রীদের ওজন বেনামে একটি ডেটাবেজে রেকর্ড হয়ে যাবে। এয়ারলাইনের স্টাফ বা অন্যান্য যাত্রীরা তা দেখতে পারবেন না।

রয়টার্স
Published : 31 May 2023, 12:53 PM
Updated : 31 May 2023, 12:53 PM

যাত্রীদের গড় ওজন কত তা নিয়ে এক জরিপের অংশ হিসেবে এয়ার নিউ জিল্যন্ড তাদের আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের উড়োজাহাজে ওঠার আগে ওজন নিচ্ছে।

যাত্রীদের ওজন বেনামে একটি ডেটাবেজে রেকর্ড হয়ে যাবে। এয়ারলাইনের স্টাফ বা অন্যান্য যাত্রীরা তা দেখতে পারবেন না বলে জানিয়েছে এয়ার নিউ জিল্যান্ড কর্তৃপক্ষ।

তারা বলেছেন, যাত্রীদের গড় ওজন জানতে পারলে তা ভবিষ্যতে ইঞ্জিনের দক্ষতা আরো বৃদ্ধির কাজে সহায়ক হবে।

ওজন দেওয়ার বিষয়টি পুরোপুরি যাত্রীদের ইচ্ছার উপর নির্ভর করছে বলেও ‍জানান তারা। ২০২১ সালে নিউ জিল্যান্ডে অভ্যন্তরীণ রুটের যাত্রীদের ওজন নেওয়া হয়েছিল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ার নিউ জিল্যান্ডের ‍পক্ষ থেকে আরো বলা হয়, ‘‘এখন যাত্রীরা পুনরায় আন্তর্জাতিক রুটে চলাচল শুরু করেছেন। আন্তর্জাতিক যাত্রীদের ওজন নেওয়ার তাই এটাই সময়।”

কোভিড-১৯ মহামারীর আগে এয়ার নিউ জিল্যান্ডে বছরে এক কোটি ৭০ লাখের বেশি মানুষ যাতায়াত করতেন। প্রতি সপ্তাহে তাদের তিন হাজার ৪০০টি ফ্লাইট চলাচল করে।

শুধু যাত্রীদের ওজনই নয় বরং কার্গো থেকে শুরু করে ফ্লাইটে দেওয়া খাবার এবং যাত্রীদের-ক্রুদের হ্যান্ডলাগেজসহ একটি উড়োজাহাজে যা কিছু তোলা হচ্ছে তার সবই ওজন করা হচ্ছে।

নিউ জিল্যান্ডের রাষ্টায়াত্ত বিমান সংস্থা এয়ার নিউজিল্যান্ডের ১০৪টি উড়োজাহাজ রয়েছে।