নাইজেরিয়ায় ধর্মাবমাননার অভিযোগে ছাত্রীকে মারধর, পুড়িয়ে হত্যা
>> রয়টার্স
Published: 13 May 2022 07:46 PM BdST Updated: 13 May 2022 07:46 PM BdST
নাইজেরিয়ার একটি কলেজে শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘ধর্মাবমাননামূলক’ বিবৃতি পোস্ট করার অভিযোগে এক ছাত্রীকে মারধর করে পুড়িয়ে মেরেছে তার সহশিক্ষার্থীরা। দুই প্রত্যক্ষদর্শী এবং পুলিশ একথা জানিয়েছে।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো রাজ্যে বৃহস্পতিবারের এ ঘটনার পর অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। হত্যায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তারও হয়েছে।
নিহত ছাত্রীর নাম ডেবোরাহ স্যামুয়েল বলে জানিয়েছেন সোকোটো রাজ্য কমান্ডের মুখপাত্র। বার্তা সংস্থা রয়টার্স এ ব্যাপারে মন্তব্যের জন্য তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেছেন, “কলেজের শিক্ষার্থীরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করে। সেখানে এক মুসলিম শিক্ষার্থী একটি ইসলামিক পোস্ট দেওয়ার পর ওই ছাত্রী (ডেবোরাহ) সেটির সমালোচনা করেছিলেন।”
“তিনি একটি অডিও তৈরি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেন। সেটিতে নবী মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ধর্মাবমাননাকর মন্তব্য ছিল। সেখান থেকেই সব গন্ডগোলের সূত্রপাত।”
নাইজেরিয়ার দক্ষিণ এবং উত্তরাঞ্চল মূলত খ্রিস্টান এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভক্ত। দেশটির দক্ষিণাঞ্চল খ্রিস্টান অধুষ্যিত এবং উত্তরাঞ্চল মুসলিম অধুষ্যিত।
পুলিশের মুখপাত্র সানুসি আবু বকর এক বিবৃতিতে বলেছেন, শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের নিরাপত্তা কক্ষে লুকিয়ে থাকা ছাত্রীকে জোর করে বের করে নিয়ে গিয়ে হত্যা করে এবং ভবন জ্বালিয়ে দেয়।
কলেজের নিরাপত্তা কর্তৃপক্ষ এবং পুলিশ তাকে উদ্ধার করার চেষ্টা করলেও শিক্ষার্থীদের রোষের মুখে তা করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
“পুলিশ শিক্ষার্থীদের ওপর টিয়ারগ্যাস ছুড়েছে। তাদেরকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলিও ছুড়েছে…কিন্তু তাতেও তাদেরকে দমানো যায়নি,” বলে জানিয়েছেন স্কুলটির দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী।
তিনি জানান, শিক্ষার্থীরা পুলিশের দিকে ছড়ি, পাথর ছুড়ে মারতে থাকলে তারা ডেবোরাহ স্যামুয়েলকে ফেলে রেখে যায়। এরপর শিক্ষার্থীরা ডেবোরাহর ওপর পাথর এবং ছড়ি নিয়ে চড়াও হয়। তাকে মারধর করার পর ধরানো হয় আগুন।
সোকোটো রাজ্যের ‘শেহু সাগারি কলেজ অব এডুকেশন’ এক বিবৃতিতে বলেছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় কলেজ অবিলম্বে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
-
ইউক্রেইনের গম বের করে আনতে রাশিয়ার সঙ্গে আলোচনায় তুরস্ক
-
পশ্চিমা কোম্পানির রাশিয়া ছেড়ে যাওয়া আটকাতে আসছে নতুন আইন
-
ইরানকে ৫০ লাখ টন গম ও শস্য দিচ্ছে রাশিয়া
-
জনসনের লকডাউন পার্টিতে মাতলামি, বমি; হাতাহাতিও হয়েছিল
-
খারসন, জেপোরোজিয়ার বাসিন্দাদের নাগরিকত্ব, পাসপোর্ট দেবে রাশিয়া
-
গোলা নেই, ইউক্রেইনকে ট্যাংক দিতে দেরি হচ্ছে জার্মানির
-
নির্বাচন ঘোষণার জন্য সরকারকে ৬ দিনের আল্টিমেটাম ইমরানের
-
জ্বালানির ভর্তুকি তুললে আইএমএফের ৯০ কোটি ডলার পাবে পাকিস্তান
-
ইরানকে ৫০ লাখ টন গম ও শস্য দিচ্ছে রাশিয়া
-
ইউক্রেইনের গম বের করে আনতে রাশিয়ার সঙ্গে আলোচনায় তুরস্ক
-
পশ্চিমা কোম্পানির রাশিয়া ছেড়ে যাওয়া আটকাতে আসছে নতুন আইন
-
খারসন, জেপোরোজিয়ার বাসিন্দাদের নাগরিকত্ব, পাসপোর্ট দেবে রাশিয়া
-
জ্বালানির ভর্তুকি তুললে আইএমএফের ৯০ কোটি ডলার পাবে পাকিস্তান
-
গোলা নেই, ইউক্রেইনকে ট্যাংক দিতে দেরি হচ্ছে জার্মানির
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- দেখিয়ে দিতে চান আজার
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া