নরওয়েতে পশ্চিমা কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তালেবান
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2022 08:20 PM BdST Updated: 24 Jan 2022 08:20 PM BdST
-
ছবি: রয়টার্স
নরওয়ের রাজধানী অসলোতে পশ্চিমা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন আফগানিস্তানের তালেবান সদস্যরা।
আফগানিস্তানের ক্ষমতা দখলের পর ইউরোপে তালেবানের এটিই প্রথম আলোচনা। বিবিসি জানায়, এই আলোচনা চলার কথা রয়েছে তিনদিন।
আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি ও মানবিক সংকটের বিষয়টি আলোচনায় স্থান পাবে। জাতিসংঘ বলছে, ৯৫% আফগানের যথেষ্ট পরিমাণ খাবার নেই।
তালেবানের এই আলোচনাকে কেন্দ্র করে ইউরোপে একাধিক বিক্ষোভ হয়েছে। সমালোচকরা বলছেন, আলোচনা করে তালেবানকে পুরস্কৃত করা উচিত নয়।
নরওয়েতে রোববার তালেবান সদস্যরা মানবাধিকার কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে তার বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি।
নারীবাদী এক কর্মী জামিলা আফগানি বলেছেন, “আলোচকরা আলোচনায় সদিচ্ছা দেখিয়েছেন। তাদের কথার সঙ্গে কাজের কতটুকু মিল থাকে তা দেখা যাক।”
বলা হচ্ছে সোমবার পশ্চিমা কর্মকর্তাদের সঙ্গে তালেবান সদস্যদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এইদিনের আলোচনায় যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে জব্দ থাকা আফগানিস্তানের কোটি কোটি ডলার ছাড় করানোর অনুরোধ জানাবে তালেবান।
আফগানিস্তানে বেকারত্ব বেড়ে গেছে। বেড়েছে খাবারের দামও। দেশটির মুদ্রার মান কমছে। ব্যাংকগুলো নগদ উত্তোলনের সীমা নির্ধারণ করে দিয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, আফগানিস্তানের জনসংখ্যার ৫৫% অনাহারের হুমকির মুখে আছে।
তালেবান প্রতিনিধি শফিউল্লাহ আজম এপি সংবাদ সংস্থাকে বলেন, “আমরা তাদেরকে (পশ্চিমা) আফগান সম্পদ অবমুক্ত করা এবং রাজনৈতিক কারণে সাধারণ আফগানদের শাস্তি না দেওয়ার অনুরোধ জানিয়েছি।”
“অনাহারের কারণে, মারাত্মক শীতের কারণে, আমি মনে করি রাজনৈতিক বিরোধের জেরে আফগানদের শাস্তি দেওয়া নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সময় এসেছে আফগানদের সমর্থন করার,” বলেন শফিউল্লাহ।
বৈঠকে পশ্চিমা রাষ্ট্রদূতরা আরও বেশি করে সবার অংশগ্রহণমূলক তালেবান সরকারের গুরুত্ব এবং মানবাধিকারের ওপর জোর দেবেন বলে আশা করা হচ্ছে।
আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই তালেবান বেশিরভাগ নারী কর্মীকে বাড়িতে থাকতে বলেছে। মাধ্যমিক স্কুলগুলো শুধু ছেলে শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষকদের জন্য খোলা রয়েছে।
এ পদক্ষেপের বিরুদ্ধে কথা বলার জন্য বেশ কয়েকজন নারী তালেবানের হামলার নিশানা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ নিখোঁজ বলেও খবর পাওয়া যাচ্ছে। তবে তালেবান এ ঘটনায় তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছে।
তালেবান ক্ষমতায় আসার পর মানবাধিকারকর্মী এবং সাংবাদিকরাও তাদের হামলার নিশানা হয়েছে। বিশ্বের কোনও দেশ এখন পর্যন্ত আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ড বলেছেন, “তালেবানের সঙ্গে এই বৈঠক মানেই তাদেরকে বৈধতা দেওয়া বা স্বীকৃতি দেওয়া নয়। তবে আমাদেরকে অবশ্যই দেশটির ডি ফ্যাক্টো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে।”
-
মারিউপোল থেকে জাহাজে ধাতবপণ্য যাবে রাশিয়া, কিইভ বলছে লুট
-
পুতিনকে জেলেনস্কির সঙ্গে ‘সরাসরি আলোচনার’ অনুরোধ
-
নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু
-
ইউক্রেইনের আগে নিজেদের স্কুল নিরাপদ করুন: ট্রাম্প
-
ইউক্রেইনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোকে দেশত্যাগে বাধা
-
বার্থডে পার্টি লক্ষ্য করে গুলির সময় বন্দুকধারী মরলেন নারী পথচারীর গুলিতে
-
ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
-
সামরিক অভিযানের জন্য `বিপুল অর্থসম্পদ লাগছে রাশিয়ার’
-
নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু
-
মারিউপোল থেকে জাহাজে ধাতবপণ্য যাবে রাশিয়া, কিইভ বলছে লুট
-
পুতিনকে জেলেনস্কির সঙ্গে ‘সরাসরি আলোচনার’ অনুরোধ
-
ইউক্রেইনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোকে দেশত্যাগে বাধা
-
ইউক্রেইনের আগে নিজেদের স্কুল নিরাপদ করুন: ট্রাম্প
-
বার্থডে পার্টি লক্ষ্য করে গুলির সময় বন্দুকধারী মরলেন নারী পথচারীর গুলিতে
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম