যুক্তরাষ্ট্রে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রেলরোড প্যাসেঞ্জার কর্পোরেশনের (অ্যামট্র্যাক) একটি ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে অন্তত তিন জন নিহত ও বেশ কিছু যাত্রী আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2021, 06:13 AM
Updated : 26 Sept 2021, 06:13 AM

শনিবার যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য মন্টেনায় এ ঘটনা ঘটেছে বলে ঘটনাস্থলের নিকটবর্তী শেরিফ দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন। 

শনিবার রাতে দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ড জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখবে।

লিবার্টি কাউন্টি শেরিফ দপ্তরের ওই কর্মকর্তা পরিচয় না প্রকাশ করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, লাইনচ্যুত হওয়ার পর লোকজন বগিগুলোর ভেতরে আটকা পড়ে, পরে তাদের সবাইকে বের করে নিয়ে আসা হয়।

অনেকে আহত হলেও তাদের সংখ্যা কতো তার চূড়ান্ত হিসাব জানা যায়নি বলে জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কাত হয়ে পড়ে থাকা ট্রেনের বগি ও ক্ষতিগ্রস্ত কয়েকটি বগির ছবি পোস্ট করেছেন এক ব্যবহারকারী। 

কী কারণে লাইনচ্যুতির এ ঘটনাটি ঘটেছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি।

অ্যামট্র্যাক জানিয়েছে, জপলিনের কাছে সাতটি বগি লাইনচ্যুত হওয়ার সময় সিয়াটলের পথে থাকা এম্পায়ার বিল্ডার ট্রেনটিতে প্রায় ১৪৬ জন যাত্রী ও ১৬ জন ক্রু ছিল।

দুই ইঞ্জিন ও ১০ বগির ট্রেনটি শিকাগো থেকে রওনা হয়েছিল।

লাইনচ্যুতির পর শনিবার ওই পথে অনেকগুলো ট্রেনের যাত্রা বাতিল করা হয় বলে জানিয়েছে তারা।