উত্তর কোরিয়ায় খাদ্য সংকটের কথা স্বীকার করলেন কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আনুষ্ঠানিকভাবে তার দেশে খাদ্য সংকটের কথা স্বীকার করেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2021, 01:21 PM
Updated : 17 June 2021, 01:21 PM

বিবিসি জানায়, ঊর্ধ্বতন নেতাদের এক বৈঠকে কিম বলেছেন, “জনগণের খাদ্য পরিস্থিতি এখন চিন্তার কারণ হয়ে উঠছে।”

গত বছর টাইফুন ও এর প্রভাবে বন্যার কারণে কৃষি খাত শস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে বলে জানান তিনি।

উত্তর কোরিয়ায় খাবারের দাম বেড়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। এনকে নিউজ তাদের খবরে বলেছে,এক কেজি কলার দাম দাঁড়িয়েছে ৪৫ ডলারে।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে উত্তর কোরিয়া সীমান্ত বন্ধ করেছে। এতে চীনের সঙ্গে দেশটির বাণিজ্য কমে গেছে। খাবার, সার ও জ্বালানির জন্য চীনের ওপরেই নির্ভরশীল উত্তর কোরিয়া।

পারমাণবিক কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়ে ধুঁকছে উত্তর কোরিয়া।একদলীয় এই রাষ্ট্রটির একনায়ক কিম জং উন ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে খাদ্য পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। রাজধানী পিয়ংইয়ংয়ে এ সপ্তাহে শুরু হয়েছে এই বৈঠক।

বৈঠকে কিম জানান, দেশের শিল্প উৎপাদন গত বছর একই সময়ের তুলনায় এ বছর এক-চতুর্থাংশ বেড়েছে।

এই বৈঠকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়েও নেতাদের আলোচনা করার কথা রয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।