বাড়িতেই দুবাইয়ের প্রিন্সেস লতিফার যত্ন নেওয়া হচ্ছে: ইউএই
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2021 11:48 PM BdST Updated: 19 Feb 2021 11:48 PM BdST
দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে শেইখা লতিফাকে বাড়িতে রেখে যত্নআত্তি করা হচ্ছে বলে সংযুক্ত আরব আমীরাতের লন্ডন দূতাবাস জানিয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে প্রকৃত পরিস্থিতি প্রতিফলিত হয়নি বলে দূতাবাসটির দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিটি বার্তা সংস্থা রয়টার্সের কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, “তার পরিবার নিশ্চিত করছে, বাড়িতে প্রিন্সেসের (লতিফা) যত্ন নেওয়া হচ্ছে, তাকে তার পরিবার ও চিকিৎসা পেশাদাররা দেখাশোনা করছেন। তার অবস্থার উন্নতি হচ্ছে এবং উপযুক্ত সময়ে তিনি সামাজিক জীবনে ফিরবেন বলে আশাবাদী আমরা।”
সম্প্রতি ধারণকরা কিছু ভিডিওতে লতিফা অভিযোগ করে বলেন, ২০১৮ সালে দুবাই থেকে পালিয়ে যাওয়ার চেষ্টার পর থেকে তার বাবা শেখ মোহাম্মদ তাকে জিম্মি করে রেখেছেন।
ভিডিওতে তিনি নিজের জীবন নিয়ে শঙ্কার কথাও জানিয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।
গোপনে রেকর্ড করা ওই ফুটেজগুলো প্রকাশিত হওয়ার পর প্রিন্সেস লতিফার বিষয়টি খতিয়ে দেখতে জাতিসংঘের উপর চাপ বাড়তে থাকে।
শুক্রবার আরব আমিরাতকে প্রিন্সেস লতিফার জীবিত থাকার প্রমাণ হাজির করার আহ্বান জানায় জাতিসংঘের মানবাধিকার সংস্থা।
তারপর এ বিবৃতি দেওয়া হলেও লতিফার জীবিত থাকার প্রমাণ হিসেবে তার কোনো ভিডিও বা ছবি প্রকাশ করা হয়নি এবং দূতাবাসটি তার বর্তমান অবস্থার বিস্তারিত তথ্যও প্রকাশ করেনি।
-
ভারতে কোভিড পরিস্থিতি কী আবার নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে?
-
কোভ্যাক্সের টিকা প্রথম পেল ঘানা
-
আদালতে হারলেও ‘পদত্যাগ করছেন না’ নেপালের প্রধানমন্ত্রী
-
একুয়েডরে কারাগারে সংঘর্ষে ৭৫ কয়েদী নিহত
-
মিয়ানমার: সঙ্কট কাটাতে কূটনৈতিক উদ্যোগের চেষ্টা ইন্দোনেশিয়ার
-
মধ্য আমেরিকায় ক্ষুধার্ত বাড়ছে হু হু করে: জাতিসংঘ
-
মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠাল মালয়েশিয়া
-
স্পেন থেকে সরল স্বৈরশাসক ফ্রাঙ্কোর শেষ ভাস্কর্য
সর্বাধিক পঠিত
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- ‘ইউনিভার্স বস’ এখন ‘অরিজিনাল প্রাইম মিনিস্টার’
- স্থগিতাদেশ প্রত্যাহার, পরীক্ষা চলবে সাত কলেজে
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ