করোনাভাইরাস: কঠোর লকডাউনের পথে ক্যালিফোর্নিয়া
>>দ্য নিউ ইয়র্ক টাইমস
Published: 04 Dec 2020 08:40 PM BdST Updated: 04 Dec 2020 08:40 PM BdST
যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া রাজ্যের দক্ষিণ ও মধ্যাঞ্চলজুড়ে লাখ লাখ মানুষ কয়েকদিনের মধ্যেই করোনাভাইরাস মোকাবেলায় ব্যাপক পরিসরে সবচেয়ে কড়া লকডাউনের মুখে পড়তে চলেছে।
মহামারীর শুরুর দিনগুলোর তুলনায় আরও বেশি কঠোর এই নতুন বিধিনিষেধ আরোপের ঘোষণা বৃহস্পতিবার দিয়েছে ক্যালিফোর্নিয়া।
হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা উপচে পড়ায় এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শয্যা পূর্ণ হয়ে যেতে থাকায় অধিবাসীদের ফের ঘরে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।
তাছাড়া, আইসিইউ’র ধারণক্ষমতা আরও কমে ১৫ শতাংশের নিচে চলে গেলে আগামী কয়েকদিনের মধ্যেই খেলার মাঠ, রেস্তোঁরা, সেলুনসহ সবকিছু বন্ধ হয়ে যাবে।
ঘরে থাকার নির্দেশের আওতায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা থাকবে। বিধিনিষেধ থাকবে সামাজিক এবং বাণিজ্যিক ক্ষেত্রেও। নতুন এইসব বিধিনিষেধ তিন সপ্তাহের জন্য বলবৎ থাকবে।
নিউসম বলেছেন, “আমরা এখনই পদক্ষেপ না নিলে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে; সেইসঙ্গে আমরা মৃত্যুহারও বেড়েই যেতে দেখব।”
ক্যালিফোর্নিয়ায় গত মার্চ-এপ্রিলের দিকেও মৃত্যু বাড়তে থাকায় রাজ্যের নেতারা মানুষজনকে ঘরে থাকার নির্দেশ দিয়েছিলেন। একই নির্দেশ দেওয়া হয়েছিল নিউ ইয়র্কসহ অন্যান্য স্থানেও।
আর এখন পরিস্থিতি তখনকার চেয়েও আরও খারাপ। দেশটিতে দৈনিক মৃত্যু এবং হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা রেকর্ড গড়েছে। ভাইরাস সংক্রমণে ঊর্ধ্বগতি কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ায় প্রায় ৪ কোটি লোকের বাস। সেখানে দুই সপ্তাহেই হাসপাতালে কোভিড রোগীর সংখ্যা ৮৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন গভর্নর নিউসম।
রাজ্যটিতে বুধবার একদিনে রোগী শনাক্ত হয়েছে রেকর্ড ১৮ হাজার ৫৯১ জন। যাদের ১২ শতাংশেরই দুই সপ্তাহের মধ্যে হাসপাতালে চিকিৎসার প্রয়োজন পড়বে।
এ অবস্থায় ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ কড়া লকডাউনের পথে হাঁটছে। যদিও এমন পদক্ষেপ সাময়িক বলে জানিয়েছেন গভর্নর নিউসম।
তিনি বলেন, একাধিক কোম্পানির তৈরি কোভিড-১৯ টিকা এখন অনুমোদনের অপেক্ষায় আছে। ফলে কঠোর বিধিনিষেধের দুর্ভোগ বেশিদিন পোহাতে হবে না বলেই আশা করা হচ্ছে।
-
সীমান্তে চীন ও ভারতের সেনাদের মধ্যে ‘ফের সংঘর্ষ’
-
যুক্তরাষ্ট্রকে টপকে নতুন বিদেশি বিনিয়োগ গন্তব্যে শীর্ষে চীন
-
মেক্সিকোর প্রেসিডেন্ট ওব্রাদরের করোনাভাইরাস পজিটিভ
-
ইরান ও পানামার ট্যাংকার জব্দ করেছে ইন্দোনেশিয়ার কোস্টগার্ড
-
‘কোভিড টিকা নেওয়ার পরও ছড়াতে পারে ভাইরাস’
-
টিকা সরবরাহে দেরির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইতালি
-
কোভিড-১৯: নিউজিল্যান্ডে নতুন করে রোগী শনাক্ত
-
যুক্তরাজ্যে দ. আফ্রিকার ভাইরাসের ধরনে আক্রান্ত ৭৭
-
তাইওয়ানের আকাশে আবার চীনের যুদ্ধবিমান
-
সিঙ্গাপুরে বাংলাদেশিকে নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত সাবেক অভিনেতা
-
যুক্তরাষ্ট্রকে টপকে নতুন বিদেশি বিনিয়োগ গন্তব্যে শীর্ষে চীন
-
সীমান্তে চীন ও ভারতের সেনাদের মধ্যে ‘ফের সংঘর্ষ’
-
ইরান ও পানামার ট্যাংকার জব্দ করেছে ইন্দোনেশিয়ার কোস্টগার্ড
-
মেক্সিকোর প্রেসিডেন্ট ওব্রাদরের করোনাভাইরাস পজিটিভ
সর্বাধিক পঠিত
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- শেষ ম্যাচের একাদশে ‘অল্প পরিবর্তন’
- প্রতিরোধ ভাঙলেন সাইফ
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহিরা
- স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত ৪ ফেব্রুয়ারি পরিস্থিতি দেখে: শিক্ষামন্ত্রী
- ৩০ জানুয়ারি রাতে ইন্টারনেটের গতি হবে ধীর
- শেষ ওয়ানডেতেও অনেক চাওয়া বাংলাদেশের