চেক রিপাবলিকে দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ১, আহত বহু

চেক রিপাবলিকে দুটি ট্রেনের সংঘর্ষে একজন নিহত ও বহু লোক আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2020, 10:50 AM
Updated : 15 July 2020, 10:50 AM

চলতি মাসে এ নিয়ে দেশটিতে দ্বিতীয়বারের মতো প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা ঘটল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী প্রাগ থেকে ৩৪ কিলোমিটার পূর্বে চেস্কি ব্রদের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে অপর একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ ঘটে, জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ। হতাহত ও আটকা পড়া যাত্রীদের উদ্ধারে উদ্ধারকারী ক্রুরা সারারাত কাজ করেন।

দেশটির দমকল বাহিনী জানিয়েছে, অন্তত ৩৫ জন আহত হয়েছেন, তাদের মধ্যে দুই জনের অবস্থা সঙ্কটজনক ও আট জনের অবস্থা গুরুতর।

এ ঘটনায় একটি ট্রেনের চালক নিহত হয়েছেন বলে বার্তা সংস্থা সিটিকের প্রতিবেদনে বলা হয়েছে।

৭ জুলাই দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে জার্মান সীমান্তের নিকটবর্তী এলাকায় আরও দুটি ট্রেনের সংঘর্ষের আরেকটি ঘটনায় দুই জন নিহত ও ২৪ জন আহত হয়েছিল।