‘দুই দিনে ইদলিব থেকে তুরস্কের দিকে পালিয়েছে ২৫০০০ সিরীয়’

গত দুই দিনে সিরিয়ার ইদলিব প্রদেশ থেকে অন্তত ২৫ হাজার সিরীয় প্রতিবেশী তুরস্কের সীমান্তের দিকে পালিয়ে এসেছে বলে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2019, 10:19 AM
Updated : 22 Dec 2019, 10:19 AM

সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে দেশটির সামরিক বাহিনী ও রাশিয়ার সামরিক বাহিনীর ক্রমবর্ধমান বোমা হামলার মুখে তারা পালিয়েছে বলে রোববার জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

সিরিয়ার ইদলিব থেকে ৫০ হাজার লোক তুরস্কের সীমান্তের দিকে পালিয়ে এসেছে বলে বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান জানিয়েছিলেন। 

শুক্রবার গাড়ির একটি দীর্ঘ সারিকে সিরিয়ার বিদ্রোহী অধিকৃত মারাত আল নুমান শহর ত্যাগ করতে দেখা গেছে বলে উদ্ধারকারী ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, এরদোয়ান যে ৫০ হাজারের কথা বলেছেন তার মধ্যে ইদলিব থেকে পালিয়ে আসা ওই ২৫ হাজার জন ছিলেন না, শেষোক্তরা গত শুক্র ও শনিবার পৃথকভাবে পালিয়ে  এসেছেন।

পালিয়ে আসা এই বেসামরিকরা তুরস্কের সীমান্তের নিকটবর্তী এলাকায় এসেছে বলে জানিয়েছে আনাদোলু।