যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কেভিন ম্যাকআলিনান পদত্যাগ করেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2019, 05:40 AM
Updated : 12 Oct 2019, 06:33 AM

পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর আকাঙ্ক্ষায় ৪৮ বছর বয়সী এ কর্মকর্তা দায়িত্ব ছাড়ছেন বলে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক টুইটে জানিয়েছেন।

চলতি বছরের এপ্রিলে কার্সজেন নিয়েলসন পদত্যাগ করার পর ম্যাকআলিনান যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান হন। তিনি ছিলেন ট্রাম্পের চলতি মেয়াদে বিভাগটির শীর্ষ পদে থাকা চতুর্থ ব্যক্তি।

মেক্সিকো সীমান্তে শরণার্থীদের ভিড় ঠেকাতে ট্রাম্পের কঠোর নীতি কার্যকরে ম্যাকআলিনানের অনবদ্য ভূমিকা ছিল বলে জানিয়েছে বিবিসি।

“আমরা একসঙ্গে সীমান্ত অতিক্রমকারীর সংখ্যা কমিয়ে আনতে কাজ করেছি। অনেক বছর সরকারি চাকরি করার পর কেভিন এখন পরিবারকে বেশি সময় দিতে ও বেসরকারি খাতে যেতে চাইছেন,” বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ম্যাকআলিনান তার পদে ‘অসাধারণ কাজ করেছে’ বলেও মন্তব্য করেছেন তিনি।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে ম্যাকআলিনান শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগের ডেপুটি কমিশনারের দায়িত্ব পালন করেন। তিনি ২০১৫ সালে ওবামার হাত থেকে মার্কিন সিভিল সার্ভিসের সর্বোচ্চ পুরস্কারও গ্রহণ করেছিলেন।