জাপান সাগরে ফের ‘স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া’

উত্তর কোরিয়া জাপান সাগরে আরও দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2019, 08:45 AM
Updated : 24 August 2019, 08:45 AM

শনিবার স্থানীয় সময় সকাল পৌনে সাতটা ও ৭টা ২ মিনিটে এ দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, জানিয়েছে তারা।

দক্ষিণের দাবি সঠিক হলে এ নিয়ে গত দুই মাসেই পিয়ংইয়ং ৭ দফা ক্ষেপণাস্ত্র ছুড়ল, লিখেছে বিবিসি।

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়া হিসেবে পিয়ংইয়ং এ ক্ষেপণাস্ত্রগুলো ছুড়ছে।

মহড়া শেষে পিয়ংইয়ংয়ের ফের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ায় শনিবার ‘গভীর উদ্বেগ’ জানিয়েছে সিউল।

দক্ষিণের সামরিক কর্মকর্তারা বলছেন, ক্ষেপণাস্ত্র দুটি উত্তর কোরিয়ার হ্যামগিয়ং প্রদেশের পূর্বাঞ্চলীয় শহর সোন্দক থেকে ছোড়া হয়। এগুলো ৯৭ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠে প্রায় ৩৮০ কিলোমিটার দূর পাড়ি দিয়ে জাপান সাগরে পড়ে।

“আরও কিছু ছোড়া হয় কিনা আমাদের সেনাবাহিনী তা পর্যবেক্ষণ করছে,” বিবৃতিতে বলেছে দক্ষিণের জয়েন্ট চিফস অব স্টাফ। 

জাপানের প্রতিরক্ষা মন্ত্রী তাকাশি আইওয়াইয়া বলেছেন, উত্তরের ক্ষেপণাস্ত্র দুটি জাপানের জলসীমায় না পড়লেও এই ঘটনা জাতিসংঘের রেজুলেশনের সুস্পষ্ট লংঘন।