গায়ে শত শত এঁটেল পোকা ভর্তি সাপ উদ্ধার

গায়ে ছেয়ে থাকা শত শত এঁটেল পোকাসহ একটি পাইথন সাপ উদ্ধার করেছেন অস্ট্রেলিয়ার সাপুড়েরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2019, 03:47 PM
Updated : 11 Jan 2019, 04:07 PM

কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট নগরীর একটি সুইমিং পুলের পেছন থেকে এ কার্পেট পাইথনটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিবিসি।

পেশাদার এক সাপুড়ে সাপটিকে তুলে আনেন। পরে চিকিৎসার জন্যর এটিকে বন্যপ্রাণী ক্লিনিকে নেওয়া হয়।

সাপুড়ে টনি হ্যারিসন বিবিসি’কে বলেন, সাপটির গা থেকে ৫শ’র বেশি এঁটেল পোকা ফেলা হয়েছে। সাপটি সুস্থ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হ্যারিসনের ধারণা, সাপটি পুলে ডুবে এঁটেল পোকাগুলোকে মারতে চেষ্টা করেছিল। কারণ, স্বভাবতই এতগুলো পোকা নিয়ে সাপটি খুবই অস্বস্তিতে ছিল।

তিনি বলেন, “সাপটির মুখ ফোলা ছিল। ফলে প্রজননের জন্য পোকাগুলো গোটা মুখেই ছেয়ে গিয়েছিল।”

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ব্রায়ান ফ্রাই বলেন, “বনাঞ্চলে সাপের গায়ে প্রায়শই অল্প সংখ্যক পোকা বা অন্যান্য পরজীবী ধরে থাকে। কিন্তু এত বেশি পোকা সাপটির গায়ে দেখে এটি অসুস্থ বলেই মনে হচ্ছে।”

সাপটির নাম দেওয়া হয়েছে নাইক। হ্যারিসন বলেন, এখন সাপটির অবস্থা কিছুটা ভাল হলেও একটি ইনফেকশনে ভুগছে।