মোগাদিশুতে জোড়া গাড়ি বোমা হামলায় নিহত ১৩

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে জোড়া গাড়ি বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2018, 01:27 PM
Updated : 22 Dec 2018, 01:31 PM

প্রেসিডেন্ট বাসভবনের কাছে গাড়ি বোমা দুটির বিস্ফোরণ ঘটানো হয় বলে শনিবার জানিয়েছে পুলিশ, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রেসিডেন্ট বাসভবনের কাছে একটি তল্লাশি চৌকিতে গাড়ি বোমা বিস্ফোরণের পর কাছেই দ্বিতীয় আরেকটি বিস্ফোরণ ঘটে।

আল কায়েদার সঙ্গে সম্পর্কিত সোমালীয় জঙ্গিগোষ্ঠী আল শাবাব হামলার দায় স্বীকার করেছে।

রেডিও আনদালুসে সম্প্রচারিত মন্তব্যে উভয় বিস্ফোরণের দায় স্বীকার করেছে আল শাবাব। দ্বিতীয়টিও গাড়ি বোমার বিস্ফোরণ ছিল বলে জানিয়েছে তারা।

পুলিশ কর্মকর্তা মেজর মোহামেদ হুসেইন রয়টার্সকে বলেছেন, “বেসামরিক ও সৈন্যসহ নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।”

নিহতদের মধ্যে একজন সাংবাদিক, দুইজন নিরাপত্তা সদস্য ও স্থানীয় টেলিভিশন স্টেশন ইউনিভার্সাল টিভির গাড়িচালক রয়েছেন। ইউনিভার্সাল টিভির আরেক সাংবাদিক জানিয়েছেন, তাদের গাড়িটি প্রেসিডেন্টের বাসভবনের কাছে তল্লাশি চৌকি অতিক্রম করার সময় প্রথম বিস্ফোরণটি ঘটে।

সাংবাদিক আব্দিয়াসিস ইব্রাহিম বলেন, “বিস্ফোরণে গাড়ির চালক ও দুজন নিরাপত্তা রক্ষীর সঙ্গে আমার সহকর্মী আবিল দাহিরেরও মৃত্যু হয়।”      

তল্লাশি চৌকিতে বিস্ফোরিত প্রথম গাড়ি বোমায় পাঁচ জন নিহত এবং তাদের অধিকাংশই সৈন্য বলে এর আগে জানিয়েছিল পুলিশ।

দ্বিতীয় বিস্ফোরণস্থলে অন্তত দুজনের মৃতদেহ দেখার কথা জানিয়েছেন রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক।  

আহমেদ আব্দি নামের আরেক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, প্রথম গাড়ি বোমাটি একটি তল্লাশি চৌকিতে বিস্ফোরিত হয়েছে প্রেসিডেন্ট বাসভবন থেকে যার দূরত্ব ৪০০ মিটারের মতো। 

সোমালিয়ায় নিজেদের ধরনের কঠোর ইসলামি শরিয়া আইন চালুর লক্ষে পশ্চিমাপন্থি সরকার হটাতে লড়াই চালিয়ে আসছে আল শাবাব। তারা প্রায়ই মোগাদিশুতে প্রাণঘাতী হামলা চালিয়ে থাকে।