নতুন অভিযোগে ফের গ্রেপ্তার নিশান টাইকুন কার্লোস

জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা কোম্পানি নিশানের সাবেক চেয়ারম্যান কার্লোস গোসকে নতুন অভিযোগে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।জাপানের গণমাধ্যম একথা জানিয়েছে।

>>রয়টার্স
Published : 21 Dec 2018, 01:28 PM
Updated : 21 Dec 2018, 01:28 PM

এবারে আস্থা ভঙ্গের গুরুতর অভিযোগে কার্লোসকে গ্রেপ্তার করা হয়েছে। এতে করে তার জামিনে মুক্তি পাওয়ার আর কোনো আশা থাকল না।

কার্লোস প্রথমে নভেম্বরে টোকিওতে আর্থিক অনিয়ম এবং প্রকৃত আয় গোপন করার অভিযোগে গ্রেপ্তার হন।এরপর থেকে তিনি কারাবন্দি হয়ে আছেন।

বৃহস্পতিবার আদালত কার্লোসকে আটক রাখার সময় বাড়ানোর জন্য কৌঁসুলিদের করা আবেদন প্রত্যাখ্যান করে। এতে কার্লোসের জামিনে মুক্তি পাওয়ার আবেদন জানানোর পথ সুগম হলেও শুক্রবারই ফের তাকে নতুন অভিযোগে গ্রেপ্তার করা হল।

জাপানের টেলিভিশন চ্যানেল এনএইচকে বলেছে, কার্লোসের বিরুদ্ধে ২০০৮ সালে অর্থনৈতিক সংকটের সময় ব্যক্তিগত বিনিয়োগের লোকসান নিশানের ঘাড়ে চাপিয়ে দিয়ে ফায়দা নেওয়ার অভিযোগ করেছেন কৌঁসুলিরা।

এ অভিযোগে কার্লোস ফের গ্রেপ্তার হওয়ায় তাকে এখন কারাগারেই থাকতে হবে। কৌঁসুলিরা তাকে আরো জিজ্ঞাসাবাদ করবেন।

কার্লোস আটক হওয়ায় সংশয়ে পড়েছে গাড়ি কোম্পানি নিশান, রেনল্ট এবং মিৎসুবিশি জোটের ভবিষ্যৎ। গতমাসে কার্লোস প্রথম গ্রেপ্তার হওয়ার পরই নিশান এবং মিৎসুবিশি উভয় ফার্মই তাকে বরখাস্ত করে।

আর্থিক অনিয়মের অভিযোগে কার্লোস দোষী সাব্যস্ত হলে তার ১০ বছরের জেল এবং ৭০ কোটি জাপানি ইয়েন জরিমানা হতে পারে।