ক্ষেপণাস্ত্রের ‘লেনদেন নিয়ে কাতার-রাশিয়া আলোচনা চলছে’

দোহার কাছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র সিস্টেম বিক্রির বিষয়ে কাতারের সঙ্গে রাশিয়ার আলোচনা চলছে বলে জানা গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2018, 02:51 PM
Updated : 21 July 2018, 02:51 PM

শনিবার কাতারে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এমনটি বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা টিএএসএস, খবর বার্তা সংস্থা রয়টার্সের।  

কাতার-রাশিয়া ইতোমধ্যে কালাশনিকভ রাইফেল, ট্যাঙ্ক-বিধ্বংসী অস্ত্রসহ বিভিন্ন ক্ষুদ্রাস্ত্র সরবরাহ করার একটি চুক্তিও করেছে বলে গণমাধ্যমে খবর হয়েছিল। এ খবরটিও সঠিক বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত।

“এস-৪০০ সিস্টেম নিয়ে আলোচনা চলছে, তবে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি,” রাষ্ট্রদূত নুরমাখমাদ খোলভ এমনটি বলেছেন বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

পাশাপাশি কাতারের জ্বালানিমন্ত্রী মোহাম্মদ আল সাদ অক্টোবরে মস্কোয় একটি জ্বালানি সম্মেলনে অংশ নিবেন বলেও টিএএসএসকে জানিয়েছেন খোলভ।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র সিস্টেম রাশিয়ার তৈরি একটি বিমান প্রতিরক্ষা পদ্ধতি। এই পদ্ধতিটি হামলাকারী শত্রু বিমান, শত্রু বাহিনীর ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম।

গত বছর দ্য ইকোনমিস্ট এস-৪০০ ক্ষেপণাস্ত্র সিস্টেমকে ‘চলতি সময়ে তৈরি করা অন্যতম সেরা বিমান প্রতিরক্ষা সিস্টেম’ বলে বর্ণনা করেছিল।