চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ১৯

চীনের সিচুয়ান প্রদেশে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2018, 05:57 AM
Updated : 13 July 2018, 05:57 AM

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, জিয়াংআন কাউন্টি শিল্পাঞ্চলে ‘ইয়েবিন হেংদা টেকনলোজি’ পরিচালিত রাসায়নিক প্ল্যান্টে বৃহস্পতিবার রাতে বিস্ফোরণ হয়।

শুক্রবার সকাল নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়ছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ছবিতে তিনতলা কারখানাটিতে আগুন জ্বলতে এবং আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যাচ্ছে। ফায়ারফাইটাররা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

‘ইয়েবিন হেংদা’ খাবার ও ওষুধ শিল্পের জন্য রাসায়নিক উৎপাদন করে।

বিশ্বে চীন সবচেয়ে বেশি রাসায়নিক উৎপাদনকারী দেশ।

তবে গত কয়েক বছরে রাসায়নিক কারখানাগুলোতে দুর্ঘটনার হার অনেক বেড়ে গেছে। যে কারণে রাসায়নিক প্ল্যান্টগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

২০১৫ সালে তিয়ানজিন শহরে একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণে ১৭৩ জন প্রাণ হারায়।

তদন্তে দেখা গেছে দুর্নীতি, রাজনৈতিক যোগাযোগ, কর্মীদের যোগসাজশ ইত্যাদি কারণে কারখানার নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি এড়িয়ে যাওয়া হচ্ছে।