খ্যাতনামা মার্কিন লেখক ফিলিপ রথের মৃত্যু

পুলিৎজার, ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ও ম্যান বুকার ইন্টারন্যাশনালের মতো বিভিন্ন সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার জয়ী মার্কিন লেখক ফিলিপ রথ মারা গেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2018, 04:33 PM
Updated : 23 May 2018, 04:33 PM

৮৫ বছর বয়সী রথ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তার এক ঘনিষ্ঠ বন্ধু ‘নিউ ইয়র্ক টাইমস’কে জানান।

১৯৫৯ সালে প্রকাশিত ছোট গল্প ‘গুডবাই কলম্বাস’ দিয়ে প্রথম সাফল্যের দেখা পান রথ।

এক দশক পর ‘পোর্টনয়জ কমপ্লেইন্ট’ ‍উপন্যাস তাকে যুক্তরাষ্ট্রজুড়ে খ্যাতি এনে দেয়। ওই উপন্যাসে যৌনতা নিয়ে খোলাখুলি কথা বলা হয়েছে।

শেষদিকে ঐতিহাসিক বিষয় নিয়ে তিনি কয়েকটি উপন্যাস লেখেন।

৩০টির বেশি বইয়ের লেখক রথের সর্বশেষ বই প্রকাশ পায় ২০০৯ সালে।

২০১১ সালে তিনি ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল’ পুরস্কার জেতেন।

বিচারক কমিটির প্রধান রিক গেকোস্কি বলেন, “তার ক্যারিয়ার সত্যিই অসাধারণ। তিনি শুরু থেকেই উচ্চমানের লেখক ছিলেন এবং দিন দিন তার উন্নতি হয়েছে।”